Breaking

Saturday, November 4, 2023

How to create Gmail account?

১ । প্রথমে যেকোন একটি ব্রাউজার Browser চালু করবেন।

২। এড্রেসবারে gmail.com লিখে সার্চ বা এন্টার বাটন চাপুন।

৩। লগিন করা না থাকলে create a account ক্লিক করবেন। 

৪। For myself সিলেক্ট করুন

৫। First Name ও Last name এর মধ্যে ফার্স্ট নেম দিতেই হবে। এরপর আপনার কাঙ্ক্ষিত জিমেইল আইডি ডিফল্ট বা কাস্টমাইজ করে নিবেন।

৬। জন্ম তারিখ ও জেন্ডার সিলেক্ট করুন

৭। শক্তিশালী পাসওয়ার্ড Strong password দিবেন।

৮। স্কিপ অপশন না থাকলে ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করবেন।

৯। রিকোভারি ফোন নাম্বার বা ই-মেইল দিতে পারেন অথবা স্কিপ করুন।

১০। পরবর্তী ধাপে গিয়ে শর্তাবলী agree করতে হবে।

১১। এরপর আপনার জিমেইল আইডি ব্যবহার উপযোগী হয়ে যাবে।

১২। এরপর থেকে ই-মেইল লিখে পাঠাতে ও রিসিভ করতে পারবেন। 

#gmail #create-a-gmail-id #create-a-free-gmail-account #জিমেইল-তৈরি #বিনামূল্যে_জিমেইল_আইডি_তৈরি
Video_tutorial
ভিডিও_টিউটোরিয়াল
অনলাইনে_ইনকাম_করুন 

No comments:

Post a Comment